নিজস্ব প্রতিবেদক:

৩৪ বছরের কর্মজীবনের শেষ ঘণ্টা বাজিয়ে অবসর গ্রহণ করলেন মুন্সিগঞ্জের বাংলাবাজার বানিয়াল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুস সাত্তার নান্নু মিয়াজী। সোমবার বেলা ১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সকাল থেকেই বিদ্যালয়জুড়ে ছিল এক অন্যরকম আবহ। বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,যেখানে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা তার দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সামসুদ্দোহা বলেন,“আমি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নান্নু মিয়াজীকে পেয়েছি একজন বিশ্বস্ত কর্মী হিসেবে। তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং কর্মঠ ছিলেন। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের ভালোবাসায় তিনি ছিলেন অগ্রগামী। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা আছিয়া বেগম, শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, গোবিন্দ কুমার মন্ডল, কৃষ্ণ দাস তারঙ্কার, মোঃ শহিদউল্ল্যাহ, আতাউর রহমান, বন্যা বালা, মোঃ নুরুজ্জামান মাসুন, মোঃ নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে,নানা উপহার তুলে দেন তার হাতে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাজার এলাকা প্রদক্ষিণ করে তার বাসভবন পর্যন্ত পৌঁছে দেন। এ সময় বাজারের স্থানীয় লোকজন এই ব্যতিক্রমী বিদায় আয়োজনে বিস্মিত হন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, মোঃ আব্দুস সাত্তার নান্নু মিয়াজী ১৯৯১ সালের ১ জুলাই বানিয়াল উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালের ২৩ জুন অবসরে যান। তার দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন বিদ্যালয়ের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।