নিজেস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বালিগাঁও আমজাদ আলী কলেজের গেট নির্মাণে বাঁধা প্রদান করায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৪ টায় স্কুল-কলেজের প্রায় ৩ হাজার শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ীতে প্রশাসনকে বিভ্রান্তি করে কলেজের জমি আত্মসাতের পায়তারা, দুষ্কৃতকারী, ভূমিদস্যু জাঈদ বিন কালাম এর শাস্তির দাবি করা হয় এ মানববন্ধনে।

এসময় উপস্থিত ছিলেন, বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম আনিছুল হক, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলপনা রাণী দত্ত, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারন সম্পাদক অহিদ হাওলাদার, কলেজের অভিভাবক প্রতিনিধি রিপন মুন্সী, স্কুল ও কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ এস.এম আনিছুল হক বলেন, “অভিযোগকারী জাঈদ বিন কালাম এর দাবী অযৌক্তিক ভিত্তিহীন এবং ষড়যন্ত্র মূলক, যাহা কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটছে। আমরা এ মামলা প্রত্যাহার চাই।”

এবিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “আমি এ বিষয়ে অবগত আছি। উভয় পক্ষকে নিয়ে বসে বাদীকে বুঝানোর চেস্টা করেছিলাম। কিন্তু বাদী গেইট নির্মাণে নারাজ।”