নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সদরের হামিদপুর এলাকায় গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 এ ঘটনায় ১০লাখ টাকা মূল্যের উন্নতজাতের ৩টি গরু উদ্ধার করা হয়েছে৷
বুধবার রাত সাড়ে নয়টায় দিকে মুন্সিগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
এর আগে একইদিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো: শাহাজালার (৫২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান,গত ৩মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকা আদর্শ গরুর খামারে ঢুকে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা।
এ ঘটনায় খামার মালিক কালাচান মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেলে অভিযানে নামে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তির ব্যবহারে কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ের জড়িত শাহজালারকে গ্রেফতার করা হয়।
এরপর গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুন্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, এঘটনায় জড়িত মোট ৬জনকে চিন্হিত করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।