শ্রীকান্ত দাস,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মহিলা হাজত খানায় লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে লাইব্রেরির শুভ উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

এসময় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত বিচারক শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস,মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা: রহিমা আক্তার, দুরদানা রহমান।

এর আগে গেলো ৭ জানুয়ারি আদালতের পুরুষ হাজতখানায় ভিন্নভাবে একটি লাইব্রেরি করে দেয়া হয়েছে। আদালতে আনা হাজতিদের বিচারকার্যে নেওয়ার আগ পর্যন্ত অবশিষ্ট সময়ে বইপরে তাদের সময় কাটানো ও জ্ঞান অর্জন করা সহ ভালোর দিকে মানোযোগী হওয়ার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী এই লাইব্রেরির ব্যবস্থা করেন।

এতে আরো উপস্থিত ছিলেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.শাহ আলম সহ আরও অনেকে।