- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দিলেন-ঢাকা বিভাগীয় কমিশনার।

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন,ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী।
এ সময় ১৪জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
এ সময় জুলাই আন্দোলনে নির্মমতার কথা তুলে ধরে, ৫ আগষ্টকে দেশব্যাপি জুলাই গণঅভ্যুথানে দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান,বিভাগীয় কমিশনার।
তিনি আরও বলেন,জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণে কাজ করছে প্রশাসন।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।