
সিরাজদিখাঁন প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবির পাড়া গ্রামে নিজ বসত বাড়ির দোতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির শেখের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ওই গ্রামেরই কোরবান আলী শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ভবনের নিচতলার ভাড়াটিয়ারা সহ স্থানীয় জানান, সকালে পানির মোটর চালু করতে গিয়ে নিহত আমির শেখকে ডাকতে দ্বিতীয় তলায় যান। এসময় সিঁড়ির পাশে একটি কক্ষে মেঝেতে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখ, হাত ও পা বাঁধা ছিল। পরে চিৎকার দিলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় আমির শেখ একাই থাকতেন। তার চার মেয়ের সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।
সম্পত্তি কিংবা পূর্ব বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।
