
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে রাস্তা ব্লক করে মুন্সিগঞ্জের শ্রীনগরে সঙ্ঘবদ্ধ ডাকাতির চেষ্টার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে জড়িতদের কাছে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র সহ বিভিন্ন মালাম উদ্ধার করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান,ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই ভিডিও দেখে জড়িতদের সনাক্ত করা হয়।

পরে রাতেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে চক্রের স্বয়ংক্রিয় এই সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ কামালওরফে সিএনজি কামাল (৪০), মোহাম্মদ ইসমাইল হালদার (৩৮), মোঃ রমজান বেপারী(২৭), রাসেল মোল্লা (২৪) ও মোঃ লিমন মাতব্বর (২০)।
এদের মধ্যে কামাল, সমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। আন অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায় জানিয়েছেন পুলিশ সুপার।
তিনি আরও জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল ।
প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ও পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত: গত সোমবার রাত ২টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে গাড়ি চালকের দক্ষতায় অল্পের জন্য গাড়িয়ে সরিয়ে রক্ষা যায় যাত্রীরা। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ড্যাশক্যামে ফুটেজে দেখাযায়, সঙ্গবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরো দুইজন ডাকাত বের হয়ে দেশীয় অ’স্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চাল পিছুটান দিয়ে চলে আসলে কোন মতে রক্ষা হয়। সেই ভিডিওর সূত্র ধরে ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে পুলিশ।